BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রূপগঞ্জে ভূইয়া টেক্সটাইলে আগুন লেগে পুড়িয়ে

পলাশ মন্ডল,বিশেষ প্রতিনিধি,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন এলাকায় ভূঁইয়া টেক্সটাইল আগুনে লেগে পড়েছে সুতার গোডাউন।
আজ দুপুরে ইউনিয়নের বাইলা টেক্সটাইলের মেশিনের মটরে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিক আনোয়ার করিম স্বপন,
বিদ্যুৎ লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থল এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে মালিক জানায় তার ৫০ লক্ষ টাকার প্রতি সাধন হয়েছে,২৪জন শ্রমিক কারখানায় কাজ করে আগুনে কোন শ্রমিকের ক্ষতি হয় নাই।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -