BMBF News

শেখ হাসিনা বেঁচে আছেন বলেই ২১শে আগষ্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে – বস্ত্র ও পাট মন্ত্রী

পলাশ মন্ডল,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

 

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। গতকাল ২১ আগস্ট সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকা ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঐ দিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি ও জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদতে ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছে। ২০০৪ সালের আজকের দিনে বিএনপির ও স্বাধীনতা বিরোধী জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন সময়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আমাদের প্রাণের স্পন্দন আজকের সফল প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছি। কিন্তু ঐ সময়টাতে নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরি করে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে বাঁচাতে পারলেও গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে প্রাণ দিতে হয় এবং গ্রেনেড হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। মন্ত্রী এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাছুম চৌধুরী অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিম খাঁন রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

পরে গ্রেনেড হামলা কারীদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা -সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে।