BMBF News

সাভার স্মৃতিসৌধে জনতার ঢল

পৌষের শীত উপেক্ষা করে বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে ভোর থেকে জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। পরাধীনতার শৃঙ্খলমুক্তির এই দিনে ফুলের তোড়া, জাতীয় পতাকা আর আবেগের ছোঁয়া নিয়ে স্মৃতিসৌধে হাজির হয় হাজারো মানুষ।

সোমবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সকাল ৭টায় শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টার পর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রিফাত রশীদসহ বিদেশি কূটনীতিকরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী পরিষদ এবং সাধারণ মানুষের ঢল স্মৃতিসৌধে জমায়েত হয়। শহিদ বেদী শ্রদ্ধার ফুলে ভরে ওঠে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে নতুন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়। লাখো শহিদের আত্মত্যাগে অর্জিত সেই বিজয়কে স্মরণ করে সারা দেশে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এ বছর বাংলাদেশ রাজনৈতিক ও আর্থসামাজিক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ এ বছর দৃশ্যমান কোনো কর্মসূচি পালন করেনি।

বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের লাখো শহিদ, সম্ভ্রমহারা মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে স্বাধীনতার এ মাহেন্দ্রক্ষণ এসেছে।