BMBF News

সাভারে চলন্ত বাসে ডাকাতি: ছুরিকাঘাতে আহত ৪

ঢাকার সাভার উপজেলায় যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি করে যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে চারজন আহত হন। তবে পুলিশ এ ঘটনাকে ছিনতাই বলে দাবি করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সি অ্যান্ড বি ও ডেইরি গেট এলাকার মাঝামাঝি ওয়েলকাম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার এসআই অলক কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে শামীম হোসেন গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন এবং সাভারের শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বাসের যাত্রী হারুন-অর-রশিদ জানান, যাত্রীবেশে তিনজন বাসে উঠে ধারালো অস্ত্র বের করে যাত্রীদের ভয় দেখায় এবং মূল্যবান জিনিস লুট করে। বাধা দিলে একজনকে ছুরিকাঘাত করে। আতঙ্কিত যাত্রীরা সব মালামাল ডাকাতদের দিয়ে দেয়।

ডাকাতরা সি অ্যান্ড বি এলাকার ইউটার্নে বাস থেকে নেমে পালিয়ে যায়। খবর পেয়ে মহাসড়কের বিশমাইল এলাকা থেকে শিক্ষার্থীরা বাসের চালক ও সহকারীকে আটক করে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, ডাকাতির বিষয়ে একটি বার্তা পেয়েছেন, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানার এসআই অলক কুমার দে দাবি করেন, এটি ডাকাতি নয়, ছিনতাই। তবে ঘটনাটি সাভার থানার এলাকায় হওয়ায় তাদের অবহিত করা হয়েছে।