ঢাকা প্রতিনিধি:
সাত কলেজের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের গঠিত ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে ফের রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে আন্দোলনের সংগঠক মোত্তাকি বিশ্বাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন। এ লক্ষ্যে তারা একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকার শিক্ষার্থীদের এই দাবির বদলে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীরা ‘উপহাসমূলক’ বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত মনে করছেন না। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজে সমাবেশ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।