সিলেটে ভারতীয় চোরাই চিনির একটি ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জনতা পুলিশকে সহায়তা করে। আটককৃতদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির দুইজন সাধারণ সম্পাদকও রয়েছেন। তাদের নেতৃত্বে ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি ধাওয়া করা হয়।
এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস এবং চোরাই চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটি ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়। জনতা ও স্থানীয়রা সন্দেহ করায় পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
ওসমানীনগর থানার তদন্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী ছয়জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।