BMBF News

স্ত্রীর পরকীয়া প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে অস্ত্রসহ প্রবাসী গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীর পরকীয়ার প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন ইতালি প্রবাসী সবুজ আলী ও তার তিন সহযোগী। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজ আলী (২৫) মোকারিমপুর ইউনিয়নের সোনা আলীর ছেলে। মাসখানেক আগে ইতালি থেকে দেশে ফেরার পর তিনি জানতে পারেন, তার স্ত্রী সাখাওয়াত হোসেন বিজয়ের (স্থানীয় বাবলুর ছেলে) সঙ্গে পরকীয়ায় জড়িত। বিষয়টি মেনে নিতে না পেরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সবুজ ও তার সহযোগীরা বিজয়ের বাড়িতে হামলা চালায়।

বুধবার রাতে সবুজ ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে বিজয়ের বাড়িতে পৌঁছে। বিজয় চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এসময় স্থানীয়রা সবুজ ও তার সহযোগীদের ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিনসহ সবুজ আলী, মো. আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮), ও মো. নুরুন্নবী প্রামানিক (৩২) নামে চারজনকে গ্রেফতার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, প্রবাসী সবুজের নেতৃত্বে একদল লোক বিজয়ের বাড়িতে হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা আরো দুটি অস্ত্র পুকুরে ফেলে দেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিজয়ের বাবা বাবলু অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

সবুজ দাবি করেন, বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে এবং কুমতলবে তার বাড়িতে গিয়েছিল। এ কারণে তিনি প্রতিশোধ নিতে বাধ্য হন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।