নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার আইটি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) রোববার তার ব্যক্তিগত এবং মালিকানাধীন অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবগুলো জব্দের নির্দেশ দেয়। ফয়সাল করিম মাসুদ বেসিসের সদস্য হিসেবেও পরিচিত।
এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় ফয়সাল করিম প্রাথমিকভাবে অভিযুক্ত হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলো তার বিষয়ে বিশদ তদন্ত শুরু করেছে। এরই অংশ হিসেবে তার কোনো আর্থিক অপরাধ আছে কি না বা বিদেশ থেকে কোনো অবৈধ অর্থায়ন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে বিদেশি অর্থায়নের অভিযোগ ওঠায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সন্দেহভাজন হিসেবে একটি ছবি প্রকাশ করে তথ্য চেয়েছিল। ছবিতে দেখা যাওয়া মাস্ক পরা তরুণ এবং ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান একই ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, গত ৯ ডিসেম্বর হাদির এক সভায় ফয়সালকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। তিনি ছাত্রলীগের সাবেক সদস্য এবং ২০১৯ সালে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতেও তার নাম ছিল বলে তথ্য পাওয়া গেছে।