BMBF News

আওয়ামী লীগের যৌথ সভায় ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অংশগ্রহণ

৩৮
নিজস্ব প্রতিবেদক :

 

১০ই জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৯ইজানুয়ারি বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে এক যৌথ সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

উক্ত যৌথ সভায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মোহাম্মদ দেলোয়ার হোসেন।

যৌথ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের।

যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আজগর লস্কর সহ কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।