BMBF News

আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাতে সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মারাত্মক জখম

৩৩
নিজস্ব প্রতিবেদক :

 

 

ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ সিদ্ধেশ্বরী কলেজ শাখা ও হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা এবং রমনা থানা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ গত ২রা নভেম্বর বিকালে রাজধানীর রমনা থানার অন্তর্গত বেইলী রোড সংলগ্ন সার্কিট হাউসের সামনে, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের নেতা মেহেদী হাসান তালুকদার’কে অতর্কিতভাবে হামলা করে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপ ও বাঁশের লাঠি, জিআই পাইপ, রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ব্যাপারে তাৎক্ষণিক রমনা থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বর্তমানে মেহেদী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

একান্ত সাক্ষাৎকারে মেহেদী হাসান তালুকদার সাংবাদিকদের জানান,

আমি আমার এক বড় ভাইকে দেখতে হসপিটালে যাওয়ার পথে বেইলি রোডের সার্কিট হাউজের সামনে যখন আমার রিক্সা আসে তখন পিছন থেকে ২২ থেকে ২৩ জন লোক অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা আমাকে আঘাত করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

আমি বিগত ১৭/১৮ বছর বিএনপির রাজনীতি করে আসছি। রাজপথে সব
সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মোকাবেলা করেছি এবং বারংবার জেল জুলুমের শিকার হয়েছি।

গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা হাত থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে রক্ষা করেছি।

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হাতে গুরুতর আহত হয়ে, হসপিটালে ভর্তি আছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।