BMBF News

আবুল কালাম আজাদ পিজিসিবির নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর শুভেচ্ছ

৬১
কামাল হোসেনঃ

 

পটুয়াখালীর দুমকি উপজেলার কৃতি সন্তান আবুল কালাম আজাদ পদোন্নতি পেয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী  পরিচালক হওয়ায় দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করার পর দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন ও সাধারন সম্পাদক সহিদুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তা প্রিন্ট মিডিয়ায় প্রেরন করেন।
মঙ্গলবার(১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন অনুযায়ী,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদকে(১৫৩৭৬) পদোন্নতি দিয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।