BMBF News

আর্জেন্টিনা শিরোপা জয়ে ভক্তদের আনন্দ উল্লাস

নিজস্ব প্রতিবেদক:

২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো আর্জেন্টিনা শিরোপা পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার ভক্তরা।

 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করার পরে টিএসসি, কাকরাইল, মগবাজার, পল্টন, শান্তিনগর, গুলিস্তান, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা সহ রাজধানী বিভিন্ন স্থানে ঘুরে সরজমিনে দেখা গেছে আর্জেন্টিনার ভক্তরা আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন।

 

আর্জেন্টিনা ভক্তদের সাথে কথা বলে জানা গেছে বহু বছর পরে আর্জেন্টিনা শিরোপা পাওয়ায় এবং গত বিশ্বকাপের শিরোপা পাওয়া ফ্রান্সকে ফাইনালে পরাজয় করে শিরোপা জয়লাভ করায় বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের ব্রাজিল সমর্থকদের সমালোচনা করার হাত থেকে বাঁচাবার কারণেই তারা এই আনন্দ মিছিল করছে।

Leave A Reply

Your email address will not be published.