BMBF News

উজিরপুরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

১১
উজিরপুর প্রতিনিধিঃ

 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামে পুকুরে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার সময় মুন্ডুপাশা গ্রামের ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ রাজিব হাওলাদারের পুত্র মো আলভী হাওলাদার (২) তাদের বসতবাড়ির পুকুরের পানিতে পরে মারা যায়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে রান্না করছিলেন। শিশুর মা রান্নাঘর থেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির আঙ্গিনায় পুকুর পাড়ে গিয়ে পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। পরিবারের ও বাড়ির লোকজন ছুটে এসে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানার তদন্ত ওসি মোঃ তৌহিদুজ্জামান সোহাগ পরিদর্শন শেষে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন। পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুড়ো এলাকা জুড়ে শোকের মাতম চলছে।