BMBF News

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কক্সবাজারের পেকুয়ায় একটি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের ফিরোজ (৪৯), কুমিল্লার শাহীন আক্তার (২৯) এবং তার ছয় মাস বয়সী শিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি পেকুয়া উপজেলা সদর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং শিশুসহ দুইজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস জানান, নিহতদের মরদেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি সরিয়ে নেয়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।