BMBF News

কবিতা লিখে অন্যকে মনোরঞ্জন দেওয়া রিমনের লক্ষ্য

১,১৭২
নিজস্ব প্রতিবেদক :

 

কবিতা লিখে এবং শুনিয়ে মানুষকে মনোরঞ্জন দেয় শেরপুর জেলার নকলা উপজেলা সাইলামপুর গ্রামের
মুক্তার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন রিমন।

তিনি ছোটবেলা থেকেই গল্প উপন্যাস এবং কবিতা লিখে আসছেন। বেশ কিছু কবিতা তিনি লিখেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের গ্রাম, স্বাধীন বাংলাদেশ,আমাদের গ্রামের নদী, আমাদের গ্রামের মেঠো পথ, দূষিত শহর ঢাকা ছাড়াও অনেক কবিতা লিখেছেন।

কিন্তু ভালো পৃষ্ঠপোতা না থাকার কারণে কবিতা এবং উপন্যাস গুলো বই আকারে এখনো ছাপানো হয়নি।

 

আমাদের গ্রাম
সাখাওয়াত হোসেন রিমন

#আমার গ্রামের হাওয়াতে,
সবুজ লতা পাতা দোলে।
দেখে মনে হয়…..,
ফিরে এলাম মায়ের কোলে।

আমি থাকি শহরে
দূষিত এক নগরে।

শহরে নেই কো পর্যাপ্ত,
সবুজ লতা পাতা ঘাস।

কী ভাবে নিবো…,
মোরা বিশুদ্ধ নিশ্বাস।