BMBF News

কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় দুমকিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

১৫
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

১৪ মে সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল শুরু করে পীরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে নতুন বাজার এসে শেষ হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৩০শে এপ্রিল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদাক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে জেলা ছাত্রলীগ। ১৩ই মে রাতে জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করে ১৭ জুন বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।