BMBF News

গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

৩৯
নিজস্ব প্রতিবেদকঃ

২০২২ সালে গোপালগঞ্জে যুব তরুণ্যের সমন্বয়ে মৌখিকভাবে গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছিল।তাঁরই ধারাবাহিকতায় হাটি হাটি পা পা করে ২০২৪ সালের ২৭ জানুয়ারি রাজধানী ঢাকার পল্টনের ভোজন রেস্তোরায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পেশাজীবী যুব ও তারুণ্যের উপস্থিতিতে এক
মতবিনিময় সবার মাধ্যমে সকলের সম্মতিক্রমে সভাপতি সাধারণ/সম্পাদকসহ মোট ১৭৬ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।এ কমিটিতে ছাত্র,শিক্ষক,উকিল,ব্যবসায়ী ডাক্তার,ইঞ্জিনিয়ার,ঠিকাদার, সাংবাদিক সহ বহুমুখী কর্মজীবী সংগঠনের কমিটিতে স্থান পেয়েছে।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ওয়ালিদুর রহমান হীরা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ইকবাল।বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ জেলার মান অক্ষুন্ন রাখতে এবং বঙ্গবন্ধু তনয়া দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনটি কাজ করবে,এছাড়াও সামাজিক কর্মকাণ্ডে দেশ ও জাতির সেবায় সংগঠনটি সব সময় সেবামূলক কাজ করবে বলে সভাপতি/সাধারণ সম্পাদক
মতবিনিময় সভায় তাদের বক্তব্য এ কথা আলোকপাত করেছেন।এছাড়াও সভাপতি/সাধারণ সম্পাদক বলেছেন সংগঠনটি আমাদের সকলের। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের জায়গা থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো।

Leave A Reply

Your email address will not be published.