BMBF News

ছে‌লে‌কে জ‌মি না দেয়ায় শা‌লিসদাতাদের হা‌তে খুন হ‌লেন বৃদ্ধ বাবা

১২
এস.এম.সোহান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালী‌তে জমিজমা সংক্রান্ত বিষয় স্থানীয় শালিসদের হাতে নুরুল ইসলাম না‌মের এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

 

 

তি‌নি জানান, র‌বিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘ‌টে। মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কা‌দের হাওলাদা‌রের ছে‌লে।
মৃত নুরুল ইসলা‌মের মরাদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, মোঃ নুরুল ইসলাম হালদারের ছে‌লে মোঃ শাহজাহান আলাদা বাড়ী করার জন‌্য জ‌মি চে‌য়ে আস‌ছিল দীর্ঘদিন ধ‌রে। কিন্তু জ‌মি না দেয়ায় ছে‌লে শাহজাহান স্থানীয় ৪/৫ জন সালিশদার কা‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন। প‌রে ডাকেন ওই ওয়া‌র্ডের মেম্বার মোঃ সোহাগ (৪০), মোঃ রহিম বেপারী (৬৫), মোঃ কাইয়ুম গাজী(৩৫), মোঃ ইয়াকুব আলী গাজী (৭০) মি‌লে র‌বিবার সকা‌লে শা‌লিসী‌তে ব‌সেন। এসময় শা‌লিসদাতারা শাহজাহান‌কে জ‌মি দি‌তে বল‌লে তা‌তে অপরাগতা প্রকাশ ক‌রেন শাহজাহা‌নের বাবা নুরুল ইসলাম।‌ এসময় ওই শা‌লিসদাতারা সবাই মি‌লে নুরুল ইসলাম‌কে চড়থাপ্পর মে‌রে পা‌শের খা‌লে না‌মি‌য়ে পা‌নি‌তে চু‌পি‌য়ে রা‌খেন।

এসময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প‌রে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বা‌রোটার দি‌কে মৃত্য ঘোষণা করেন।

ও‌সি আবদুল আ‌লিম আ‌রো জানান, এ ব‌্যপা‌রে মামলার প্রস্তু‌তি চল‌ছে।