BMBF News

জেল হত্যা দিবসে শহীদদের কবরে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের ফুলের শ্রদ্ধা

১৫
নিজস্ব প্রতিবেদক :

 

৩রা নভেম্বর জেল হত্যা দিবস১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের চার সূর্য সন্তানকে জেলের ভিতর নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়।

চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বনানী কবরে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মোঃ দেলোয়ার হোসেন এসময় তার সাথে ছিলেন সাধারণ সম্পাদ আব্দুল জলিলসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দরা।

তা ছাড়াও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আজগর লস্কর ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতী লীগ,ফুলের শ্রদ্ধা অর্পণ করেন।