BMBF News

ঢাকাস্থ লেবুখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে দেলোয়ার হোসেন মোল্লার বৈঠক

৭২
নিজস্ব প্রতিবেদক: 

 

 

 ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন দুমকী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা।

 

প্রচারণের অংশ হিসেবে তিনি (২৫ শে ডিসেম্বর) রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক স্থানে ঢাকাস্থ ২নং লেবুখালী ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী আলোচনা সভা ও বৈঠক করেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মোল্লা বলেন, আসন্ন লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাকে নৌকার প্রতীক দেয় তাহলে জনগণের ভোট নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে বলে আশ্বাস দেন। চেয়ারম্যান নির্বাচিত হলে লেবুখালী ইউনিয়নকে সকল প্রকার মাদক থেকে মুক্ত করবে এবং একটি শিক্ষক বান্ধব ও উন্নয়ন লেবুখালী হিসেবে গড়ে তুলবে বলেন।