BMBF News

দুই ইউপি নির্বাচনে ৫জনের মনোনয়নপত্র বাতিল

১৪৩
 নুরুজ্জামান দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউপি নির্বাচনে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 সোমবার (১৯জুন) দুপুর ১২টায় লেবুখালী ও বিকাল ৩টায় শ্রীরামপুর ইউপির প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। মনোনয়নপত্র বাছাই শেষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া জানান, লেবুখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহামুদ দুলালের ঋন খেলাপির কারণে মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়াও তথ্য অসম্পূর্ণ থাকার কারণে লেবুখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা প্রার্থী মোসাঃ রুনা (৩নং ওয়ার্ড), রেহেনা (৪,৫,৬) এবং সাধারণ সদস্য বশির খান (৪নং ওয়ার্ড)। শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মীর রতন আলীর ঋন খেলাপির কারণে মনোনয়ন পত্র বাতিল হয়।

 

Leave A Reply

Your email address will not be published.