BMBF News

দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান, দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি:

 

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”এ প্রতিপাদ্যে সোসাইটি ডেভলপমেন্ট এজেন্সি (এসডিএ)’র আয়োজনে, ইউএনএফপিএ বাংলাদেশ, মহিলা বিষয়ক অধিদপ্তর দুমকী’র সহযোগিতায় ১৬দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ—২০২৩ উদযাপন উপলক্ষে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা; নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাবের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ডিসেম্বর) বেলা১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে এবং এসডিএ’র কো—অডিনেটর সৈয়দা তানবিধ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি প্রমূখ।
এসময় উপজেলার শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও ব্যুরো ও ছাত্রী বিষয়ক প্রতিনিধি সহ ২৫ জন সদস্যের মধ্যে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা; নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাব এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.