BMBF News

দুমকিতে এবিপার্টির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২৪
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫.০০ টায় দুমকি উপজেলা শাখার কার্যালয়ে উপজেলা কমিটির আহবায়ক আব্দুর রহমান মিনা’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আহবায়ক কমিটির সদস্য আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সমন্বয়ক, পটুয়াখালী জেলা শাখা, এবিপার্টি, মোঃ মুশফিকুর রহমান মনির, সদস্য সচিব, দুমকি উপজেলা এবিপার্টি, আবদুর রহমান, সদস্য, কেন্দ্রীয় আহবায়ক কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মেজর (অবঃ) আবদুল ওহাব মিনার বলেন,আমাদের দল নিবন্ধন পেলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহন করবে। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুমকি উপজেলা এবিপার্টির যুগ্ম সদস্য সচিব আবু হানিফ জয়, নুরুজ্জামান প্রমূখ।

 

Leave A Reply

Your email address will not be published.