BMBF News

দুমকিতে গাঁজাসহ গ্রেফতার -৩

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধিঃ

 

দুমকিতে ২ কেজি গাঁজা সহ ৩ যুবককে শুক্রবার রাত সাড়ে ৯টায় চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ সাকায়েত, সংগীয় এস আই ইসতিয়াক আল মামুন, এসআই মনিরুল ইসলাম ,এএসআই আরিফ, এএসআই মামুন সহ দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে মোঃমাহাবুব মৃধা(২৫), পিতা শানু মৃধা সাং খারিজা বেতাগি, মোঃ রিপন হাওলাদার (৩৪) পিতা মৃত কাশেম হাওলাদার, সাং- তাফালবাড়িয়া, মোঃ মোশাররফ মেলকার(৩৮) পিতা মোঃ মেছের মেলকার, সাং বেতাগী, সর্ব থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী সাথে থাকা ব্যাগের মধ্যে হইতে ২কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাজার মুল্য- ১২০,০০০টাকা। দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।