BMBF News

দুমকিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৫
মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলার দুমকিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (১ জানুয়ারি)  সকাল ৮টায় বিএনপির দুমকি উপজেলা দলীয় কার্যালয়  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।
সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ ও সরকারী জনতা কলেজ আহবায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গ্রামীন ব্যাংক রোড দলীয় কার্যালয় শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ সভাপতি জাহিদুল হক হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন, মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মাসুদুল আলম মৃধা, জসীম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার ৫টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহাস্রাধীক শিক্ষার্থীরা এ র‍্যালীতে অংশ গ্রহন করে।