BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর দুমকিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা।
আলোচনা সভায় বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন।
সভায় বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা বিভাগের সুবিধাভোগী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজসেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »