BMBF News

দুমকিতে প্রতিবন্ধী তরুনী ধর্ষণের শিকার

১৮
মেহেদী হাসান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে দক্ষিণ মুরাদিয়া গ্রামের দিনমজুর কামাল শরীফের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুর ১টার সময় টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে বসতঘরে ঐ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে প্রতিবেশী বখাটে যুবক মোক্তার হোসেন মৃধা ও তার সহযোগী রাসেল হাওলাদার কর্তৃক ধর্ষণের শিকার হয়। এব্যাপারে শনিবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে দুমকি থানায় অভিযুক্ত মোক্তার হোসেন মৃধা ও রাসেল হাওলাদারের নামে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন। দুমকি থানা পুলিশ ভিকটিম তরুনীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.