BMBF News

দুমকিতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

১০
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ৮ টার সময় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম, সাংগঠনিক সমপাদক আবুল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকেলে এক আলোচনা সভা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়।

Leave A Reply

Your email address will not be published.