BMBF News

দুমকিতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:

 

দুমকি উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) দুমকির সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

৮ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্রাকের জেলা ব্যবস্হাপক কালা চাঁদ দাস‌ ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ)’র কর্মকর্তা প্রকাশ মজুমদার প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.