BMBF News

দুমকিতে লুথ্যারান হেলথ কেয়ারের পরিচালকের অপসারণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

১০
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে বিদেশি এনজিও চালিত লুথ্যারান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক হেলেন রেমার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম ও অবিচারের অভিযোগে তার অপসারণের দাবীতে মানববন্ধন চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা।
৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লুথ্যারান হেলথ কেয়ারের উত্তর গেটে থানাব্রীজ- জামলা সড়কে কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোঃ জসিম উদ্দিন, নিচিন্তা মন্ডল ও নমিতা রানী শীল প্রমূখ। বক্তারা বলেন, লূথ্যারান হেলথ কেয়ারের স্বঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমা স্টাফদের বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনা কারনে জোরপূর্বক বকেয়া বেতনাদি পরিশোধ না করেই চাকরি থেকে বাদ দিচ্ছেন। প্রায় ১০ মাস যাবৎ ৫১ জন কর্মচারী অনাহারে অর্ধাহারে বেতন ছাড়া চাকরি করে আসছি। প্রতিবাদ করায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং ৩ জনকে বেতন ভাতাদি পরিশোধ না করেই চাকরি থেকে বরখাস্ত করেছে। আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দাবি-দাওয়া ও পরিচালক হেলেন রেমার অপসারন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিচালক হেলেন রেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

Leave A Reply

Your email address will not be published.