BMBF News

দুমকিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধ,দুমকি পটুয়াখালী:

 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীর দুমকি উপজেলায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে ব্যাক্তি উদ্যােগে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১২টায় দুমকি উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার নিজ অর্থায়নে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। দুমকি উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অসীম মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসেম্বর ও জানুয়ারি মাসব্যাপী জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে আসছি এবং ভবিষ্যতে অব্যাহ থাকবে।

Leave A Reply

Your email address will not be published.