BMBF News

দুমকিতে শ্রমিক লীগের কমিটি গঠনস ভাপতি মোশারেফ সম্পাদক মনির

১২৬
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে হাওলাদার মো: মোশারেফ হোসেনকে সভাপতি ও মো: মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা শ্রমিক লীগের ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি চিঠিতে কমিটির অনুমোদন দেয়া হয়।

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে ৯ জন সহ-সভাপতি ও ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।