BMBF News

দুমকির ইউপি নির্বাচনে প্রতীক পেয়ে প্রার্থীদের প্রচারণা শুরু

১১৩
মেহেদী হাসান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আগামী ১৭ই জুলাই দুমকি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে শ্রীরামপুর শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম সালাম নৌকা নির্ধারিত প্রতীক পেয়েছেন । অপরদিকে বাবাও ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক‌ই ইউনিয়নে লড়ছেন।
উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা গেছে, সোমবার (২৬জুন) সকাল ১১টায় উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সুমন মিয়া প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন।
চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নের নৌকা প্রতীকে পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (ছালাম)। স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজাহার আলী মৃধা আনারস পেয়েছেন। অপরদিকে আজাহার আলী মৃধা’র একমাত্র ছেলে মেহেদী হাসান পেয়েছেন ঘোড়া প্রতীক।

লেবুখালী ইউনিয়নে ৪ প্রার্থী’র মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন নৌকা, সদ্য আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত প্রার্থী দেলোয়ার হোসেন মোল্লা অটোরিকশা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং অপর এক স্বতন্ত্র প্রার্থী মোঃ জলিল তালুকদার পেয়েছেন আনারস প্রতীক।
অপরদিকে প্রার্থীরা প্রতীক পেয়ে যার যার মতো করে প্রচার প্রচারণা শুরু শুরু করেছে। উঠান বৈঠক, কেন্দ্র কমিটি গঠন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সমর্থন আদায়ে সোচ্চার দেখা যাচ্ছে। লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের হাট বাজার, দোকান- পাট, পাড়া- মহল্লায় ইতি মধ্যে পোস্ট লাগানোর হিড়িক পড়েছে। অপরদিকে ভোটাররাও কে কোন প্রার্থী’র পক্ষে কাজ করবে তা নিয়ে সরব অবস্হানে রয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.