BMBF News

দুমকি আজিজ আহমেদ কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১১
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পটুয়াখালীর দুমকি আজিজ আহম্মেদ(ডিগ্রি) কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সৈয়দ মিজানুর রহমান(মনোয়ার) ও মো. এনায়েতুর রহমান(মিল্টন) নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকাল ৫ টায় ভোটগ্রহণ ও গগনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্য রঞ্জন সাহা। এর আগে ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কলেজ শিক্ষক মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে মোঃ এনায়েতুর রহমান (মিল্টন) পেয়েছেন ২৪৮ভোট, তালা প্রতীক নিয়ে সৈয়দ মিজানুর রহমান (মনোয়ার) পেয়েছেন ২৫৩ভোট ও আনারস প্রতীকে মোঃ জসিম উদ্দিন হাওলাদার পেয়েছেন ২৭২ ভোট। মোরগ প্রতীকে মোঃ ফারুক খন্দকার ৫২ ভোট, দোয়াতকলম প্রতীকে মোঃ লিটন ফকির ০১ ভোট ও টিউবওয়েল প্রতীকে আঃ রাজ্জাক হাওলাদার ০৩ ভোট পান।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে ৩ টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করেন এবং সর্বমোট ৪৯২টি ভোটের বিপরীতে ২৮৫টি ভোট পড়েছে। এতে ০১টি ভোট বাতিল হয় এবং ৫৭.৯২% ভোট কাস্টিং হয়েছে।