BMBF News

দুমকি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্তকরন উপলক্ষে সংবাদ সম্মেলন

৩৮
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রীর অঙ্গীকার গৃহহীন থাকবেনা কোন পরিবার”। তারই ধারাবাহিকতায় দুমকি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (ক) তালিকা মুক্তকরন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪২৩টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। ১লক্ষ ৭৫হাজার টাকায় প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানি, আধুনিক স্যানিটেশন, বিদ্যুৎ সংযোগ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রেখে নির্মিত হয়েছে এসব ঘর ।

 

এ প্রকল্পের সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর মেহমান তাই কোন ভাবেই তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন ঘরগুলো পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করেছি তবে কেউ তথ্য গোপন করলে আমরা পুনঃ তদন্ত করে গড়মিল পেলে তাদেরকে বাদ দিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নামে বরাদ্দ দেবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।