BMBF News

দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর কাউন্সিল। সভাপতি কামাল, সম্পাদক সহিদ

২৫
মেহেদী হাসান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দুমকি উপজেলা সদরের নিউ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, পবিপ্রবি। প্রকৌশলী ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী পবিপ্রবি। জাহাঙ্গীর হোসেন, হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান রিমন, মানিক হাওলাদার, রিয়াজ, ফরহাদ হোসেন জুয়েল, সাইদুর রহমান, কেএম মেহেদী হাসান, ও তানভীর খান প্রমূখ।

প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী আমির হোসেন নির্বাচন কমিশন প্রকৌশলী ফারুক হাসান ও প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন গঠনতন্ত্র মোতাবেক সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচনী তফসিল ঘোষনা করেন। সভাপতি পদে প্রকৌশলী মোঃ কামাল হোসেন সাধারন সম্পাদক পদে প্রকৌশলী সহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী হেলাল উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী আমির হোসেন।