BMBF News

দুমকি উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

২১
নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলার দুককি উপজেলা সমিতির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ই এপ্রিল শুক্রবারে ২২ রমজান রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আজমত গ্রুপ এর চেয়ারম্যান ড. আতাহার উদ্দিন সিআপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: শামীমুজ্জামান (ফিরোজ) সহ দুমকি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এবং ঢাকায় শিক্ষারত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

দুমকি উপজেলার সকল স্তরের জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান বক্তারা।