BMBF News

দুমকি ও পবিপ্রবিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১
মেহেদী হাসান ,পটুয়াখালী প্রতিনিধি:

 

যুগান্তরের উপকূল, দুমকি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের যৌথ উদ্যোগে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দুমকি থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদ আল মামুন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা ও পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ। পরে অতিথিবৃন্দ কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তরের পবিপ্রবি প্রতিনিধি মো.নাঈম হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল ও উপকূলীয় প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম। যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে পরিচালিত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.