BMBF News

দুমকি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৭
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে দুমকি প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালের পরিচালনায়, বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের দুমকি উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক সংবাদ দুমকি উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও গোলা কাগজ দুমকি উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান খান, মুক্ত খবর প্রতিনিধি ও নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরদার প্রমূখ। এসময় দুমকি প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য পূ্র্ন সম্পর্ক গড়ে তুলতে আর‌ও আন্তরিক হ‌ওয়ার
আহ্ববান জানান।