BMBF News

দুমকীতে কৃষি যন্ত্রপাতি বিষয়ক পরিচিতি কর্মশালা

৩১
মো: নুরুজ্জামান খানপ্রতিনিধি, দুমকি (পটুয়াখালী):

 

সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীর বাস্তবায়নে, ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত ও রক্ষণাবেক্ষণে কৃষক, চালক ও মেকানিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্র ও শনিবার (২,৩ জুন) উপজেলার জামলা কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ বিএআর‌আই’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফেরদৌসী ইসলাম পরিচালক (সেবা ও সরবরাহ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দিলদার আহমদ চৌধুরী পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। উক্ত প্রশিক্ষণে উপজেলার ৪০জন সুবিধা-ভোগীর মধ্যে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা।

 

Leave A Reply

Your email address will not be published.