BMBF News

দুমকীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১১
মেহেদী হাসান, দুমকী প্রতিনিধিঃ

 

“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যে দুমকি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে রবি ২০২৩ -২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, খেসারি ও মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ২২০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮ ধরনের রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।