মেহেদী হাসান, দুমকি, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে দীর্ঘ ৬ বছর পরে দুমকী উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম সহ উপজেলা আ’লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সকল সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে দুমকী উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা তাদের নেতৃত্বে নানাধরনের পোষ্টার , ফেস্টুন ও শ্লোগানে মুখরিত করে তোলেন সভাস্হল।