BMBF News

দুমকীতে জনসেবায় মাল্টা প্রবাসীর ২টি এম্বুলেন্স হস্তান্তর

১০
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে সর্বস্তরের জনগণের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাওলাদার ফাউন্ডেশন ‘র আর্থিক সহায়তায় ২টি এম্বুলেন্স চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে “হাওলাদার ফাউন্ডেশন”এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগ শাখার সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাওসার আমিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির মৃধা, ডা. মোঃ মহিবুল্লাহ রুবেল কনসালটেন্ট সনোলজিস্ট বরিশাল, দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন মৃধা প্রমূখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাওসার আমিন হাওলাদার বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে, অসুস্থ, আহত রোগীদের দুর্ভোগ লাঘবে জরুরী সেবা প্রদানের লক্ষ্যে হাওলাদার ফাউন্ডেশনের মাধ্যমে এ উদ্যোগ নিয়েছি। আপনারা সুন্দর ব্যাবস্হাপনার মাধ্যমে এর রক্ষনাবেক্ষন করবেন।