BMBF News

দুমকীতে তিন বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার

১৬
দুমকী প্রতিনিধিঃ

 

 

তিন বস্তা অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে দুমকী থানর পুলিশ।

 

 

১৩ জানুয়ারী রাতে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার পায়রা সেতুর লেবুখালী অংশ থেকে রবিউল মল্লিক (২৫) নামে এক ব্যক্তিকে তিন বস্তা অবৈধ পলিথিনসহ আটক করেন দুমকী থানার ভ্রাম্যমান পুলিশ।

বিষয়টি পায়রা নিউজের সংবাদদাতার কাছে মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেন দুমকী থানার (ভারপ্রাপ্ত)ওসি মোঃ জাকির হোসেন।

তিনি জানান, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধৌলমোউ গ্রামের জলিল মল্লিকের ছেলে রবিউল মল্লিকের কাছ থেকে তিন বস্তা অবৈধ পলিথিন উদ্ধার করেন পায়রা সেতুতে ডিউটিতে থাকা থানার দুমকী থানার পুলিশ।

তিনি আরো জানান, তিন বস্তা পলিথিন বহনকারী রবিউল মল্লিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০০০ টাকা অর্থ দণ্ড করে শর্ত মোতাবেক ছেড়ে দেওয়া হয় এবং ১৪ই জানুয়ারি অবৈধ পলিথিন ব্যাগগুলো পুড়িয়ে ফেলা হবে বলে জানান।