BMBF News

দুমকীতে দুই ইউপিতে একটিতে আওয়ামী লীগ অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

৫৪
মেহেদী হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকী তে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং লেবুখালী ইউনিয়ন আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ তুহিন( নৌকা) ৪২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম (ঘোড়া) ১৬২৯ ভোট পেয়েছেন।
৫নং শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজাহার আলী মৃধা ( আনারস) ৭৩৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মোঃ আমিনুল ইসলাম সালাম ( নৌকা) পেয়েছেন ৪০৮৩ ভোট।
উল্লেখ্য ১৭ জুলাই সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।