BMBF News

দুমকীতে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগ , অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ‌ও ১৫ই আগষ্টের সকল শহীদদের স্বরনে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন , লেবুখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আঃ ছালাম। উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ। উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ূন চৌধুরী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন প্রমূখ। লেবুখালী ইউনিয়ন আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উক্ত স্বরন সভা শেষে বেশ কয়েকজন ইউপি সদস্য আওয়ামীলীগে যোগদান করেন।
সভাশেষে দোয়া, মিলাদ ও মোনাজাত শেষে মানবভোজের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.