BMBF News

দুমকীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

১৭
প্রতিনিধি, দুমকী (পটুয়াখালী):

 

“সংগ্রাম – স্বাধীনতা, প্রেরনা” এ প্রতিপাদ্যে দুমকীতে মূল অনুষ্ঠান অনলাইনে উপভোগ, আলোচনা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে শেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী।
মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১০টায় প্রশাসন আয়োজিত উপজেলা অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ দুমকী থানা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.