BMBF News

দুমকীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮
জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকীতে আলোচনা সভা ও বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপি কার্যালয়ে সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আমির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু, জাকির আলম, সাইদুর রহমান উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাফর আকন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে থানা ব্রীজ ও বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মৎস্যদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।