BMBF News

দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪
মেহেদী হাসান দুমকি, (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকী গ্রামের নিজ বাড়িতে আজ রবিবার সকাল ৯টায় বার্ধ্যক্য জনিত কারণে তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় বিউগল বাজিয়ে গার্ড-অফ- অনার জানান দুমকী থানা পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ।
দুমকী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ জানাজার নামাজে শরিক হন।
উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন।
৮০ বছর বয়সে তিনি স্ত্রী,তিন পুত্র ও তিন কন্যা রেখে মৃত্যু বরণ করেন। তিনি দুমকী উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের পিতা।