BMBF News

দুমকীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

১৬
মেহেদী হাসান , পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার(১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুমকী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক প্যাদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ প্যাদা প্রমুখ। সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।